সারাবছর মোটা অঙ্কের টাকা ব্যাংকে এফডিআর করা হয়। ঠিক ৩০ জুন লাভসহ পুরো টাকা তুলে নেওয়া হয়। বছরের পর বছর কর ফাঁকি দিতে এমন অভিনব কৌশল নিতেন কর আইনজীবী নিরঞ্জন ঘোষ। শূন্য আয়কর রিটার্ন দিয়ে জুলাইয়ে এসে আবারও কোটি কোটি টাকার এফডিআর করতেন তিনি। তবে, শেষ রক্ষা হয়নি। ধরা পড়েন কর গোয়েন্দা জালে। ফাঁকির ৪ কোটি টাকা ফেরত পেতে এখন তৎপরতা শুরু করেছে এনবিআর। একজন পেশাদার কর আইনজীবী নিরঞ্জন ঘোষ। ঢাকা ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের একজন সদস্য হিসেবে সাধারণ করদাতাদের নানা পরামর্শ দিয়ে থাকেন। অথচ তিনি নিজেই কর ফাঁকির নানা চাঞ্চল্যকর কৌশল অবলম্বন করে ৬ কর বর্ষে ফাঁকি দিয়েছেন প্রায় ৪ কোটি টাকা। অনুসন্ধানে দেখা যায়, নিরঞ্জন ঘোষ চলতি বছরের জুনের শেষ সপ্তাহে সাউথইস্ট ব্যাংক কাকরাইল শাখায় চারটি এফডিআর ভেঙে লাভসহ...