আর মাত্র দুই দিন পরই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। নিজেদের পক্ষে সমর্থন আদায়ে শেষ মুহূর্তে শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। তবে এ ক্ষেত্রে সংযম বজায় রাখছেন তারা। এত দিন দল বেঁধে প্রচারণা চালালেও আজ থেকে ভোটারদের কাছে একাই যাচ্ছেন প্রার্থীরা। অথবা সর্বোচ্চ এক-দুইজনকে সঙ্গে নিচ্ছেন। মূলত শিক্ষার্থীরা কোনও কারণে বিরক্ত হতে পারেন এমন আচরণ থেকে তারা সতর্কতা অবলম্বন করছেন। কারণ দলবদ্ধ প্রচারণা বা ছবি-ভিডিও করার বিষয়টি শিক্ষার্থীরা ভালোভাবে নেন না। শনিবার (৬ আগস্ট) দুপুরে ক্যাম্পাসের টিএসসি, মধুর ক্যান্টিন, কলা ভবন, ক্যাফেটেরিয়া, ডাকসু চত্বর, মল চত্বর, কেন্দ্রীয় গ্রন্থাগার ও সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে সরেজমিনে ঘুরে দেখা গেছে এমন চিত্র। লিফলেট বিতরণের ক্ষেত্রেও থাকছেন সর্বোচ্চ তিন-চারজন। অপরদিকে বিভিন্ন হলে গণসংযোগ করছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদ, শিবির সমর্থিত...