রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রধান দুই হামলাকারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃতরা হলেন- বিল্লাল তালুকদার ও বাপ্পি। শনিবার (৬ সেপ্টেম্বর) হাতিরঝিল ও কেরানীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব জানিয়েছে, গত ৩ সেপ্টেম্বর রাত ১১টার দিকে মালিবাগে সোহাগ পরিবহনের দুটি কাউন্টারের ৩০-৩৫ জন লোক দলবদ্ধ হয়ে চাপাতি, রামদা, কিরিচ ইত্যাদি নিয়ে হামলা চালায়। এ ঘটনায় সোহাগ পরিবহনের সিকিউরিটি অফিসার বাদী হয়ে ৪ সেপ্টেম্বর ১৬ জনের নাম উল্লেখসহ ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। র্যাব আরও জানায়, ঘটনাটি স্পর্শকাতর হওয়ায় দ্রুততার সাথে র্যাবের গোয়েন্দা তৎপরতা শুরু হয়। সিসিটিভি...