পাকিস্তানে চলতি মৌসুমে ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৮৮৪ জনে। এরমধ্যে ২২০ জনই মারা গেছে পাঞ্জাব প্রদেশে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, রাজধানী ইসলামাবাদ ও পাঞ্জাবের অধিকাংশ জেলায় ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে...