শেষ মুহূর্তের গোলে ইয়েমেনের কাছে হেরে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপে মূলপর্বে খেলার আশা শেষ হয়ে গেল বাংলাদেশের। ম্যাচজুড়ে লড়াই করলেও শেষ বাঁশি বাজার আগমুহূর্তে গোল হজম করে ১-০ ব্যবধানে হারের বেদনা নিয়ে মাঠ ছাড়ে হাসান আল মামুনের দল।প্রথমার্ধে বল দখলে এগিয়ে ছিল বাংলাদেশ। আল আমিন-মোরছালিনরা বেশ কয়েকটি সুযোগও তৈরি করেছিলেন, তবে গোলরক্ষকের দৃঢ়তা আর ফিনিশিংয়ের অভাব ভাঙতে পারেনি জালের জট। সবচেয়ে কাছাকাছি এসেছিলেন মোরছালিন—৩২ মিনিটে প্রায় ৪০ গজ দূর থেকে নেওয়া তার শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন ইয়েমেন গোলকিপার ওসামা আলী মসরেফ।দ্বিতীয়ার্ধে পরিবর্তন আনেন কোচ। কিন্তু ফাহামিদুল ও আল আমিনকে তুলে নেওয়ার পর যেন তাল কেটে যায় লাল-সবুজদের খেলায়। বদলি হিসেবে নামা জিসান ও রাহুল বল পায়ে ছিলেন এলোমেলো। একের পর এক সুযোগ নষ্ট হয়, আর সেই ফাঁকেই ম্যাচের নিয়ন্ত্রণ...