এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে ইয়েমেনের বিপক্ষে লড়াই করে হেরেছে বাংলাদেশ। ৮৭ মিনিটে ১০ জনের দলে পরিণত হওয়া বাংলাদেশ ম্যাচের একমাত্র গোল হজম করেছে পর শেষ বাঁশির ৩০ সেকেন্ড আগে। ১-০ ব্যবধানের এই হারে বাংলাদেশের চূড়ান্ত পর্বে খেলার আশা মিইয়ে গেছে। ভিয়েতনামে এদিন ম্যাচের শুরু থেকে আগ্রাসী ঢংয়ে খেলতে দেখা যায় জনি-ফাহামেদুলদের। তবে সেই আগ্রাসন খুব একটা কাজে আসেনি, কারণ আক্রমণে বরাবরই এগিয়ে ছিল ইয়েমেন। ৬ মিনিটে মামদো সালেহর হেড ক্রসবারে লেগে ফিরে আসে। প্রথমার্ধের শেষ যোগ করা সময়ে ইয়েমেনের একজনের ফ্রি কিক ক্রস বারের ওপর দিয়ে গেছে। আরও পড়ুনআরও পড়ুনবিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশনে জায়গা পেলেন যারা বিরতির পর ৬৬ মিনিটে বাংলাদেশের রাজু আহমেদ জিসান শটও ক্রস বারের ওপর দিয়ে যায়। ৭৭ মিনিটে আব্দুলাজিজের বক্সের বাইরে থেকে নেওয়া...