০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৮ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৮ পিএম লিগস কাপের ফাইনালে শেষ বাঁশি বাজার পরের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার শাস্তি পেলেন ইন্টার মায়ামির খেলোয়াড় ও স্টাফরা। সবচেয়ে বড় শাস্তির কবলে পড়েছেন দলটির তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেস। শাস্তি পেয়েছন তার দুই সতীর্থ সের্হিও বুসকেতস ও তোমাস আবিলেসও। গত রোববার লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে হারের পর হাতাহাতিতে জড়ান সুয়ারেস। এক পর্যায়ে প্রতিপক্ষের এক স্টাফের দিকে থুথু ছুড়ে মারেন উরুগুয়ান এই স্ট্রাইকার। পরস্পর ঘুষি ও হাতাহাতিতে জড়ান বুসকেটস-ভার্গাসরা। এজন্য সুয়ারেসকে নিষিদ্ধ করা হয়েছে ৬ ম্যাচ। সহিংস আচরণের জন্য আর্জেন্টাইন ডিফেন্ডার আবিলেসের নিষেধাজ্ঞা তিন ম্যাচের, প্রতিপক্ষের ফুটবলার ওবেড ভার্গাসকে ঘুষি মেরে দুই ম্যাচ নিষিদ্ধ বুসকেতস। সিয়াটলের কোচিং স্টাফ স্টিভেন লেনহার্টকে পাঁচ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। এই শাস্তি দিয়েছে...