ভারতের মোদি সরকার কঠোর পদক্ষেপ নিলো বিদেশি নাগরিকদের প্রবেশ ও অবস্থান নিয়ে। নতুন অভিবাসন ও বিদেশি আইন, ২০২৫ অনুযায়ী, যারা দেশবিরোধী কাজে যুক্ত বা গুরুতর অপরাধে অভিযুক্ত, তাদের আর ভারতে থাকতে দেওয়া হবে না। যারা ইতোমধ্যে দেশে অবস্থান করছে, তাদের চিহ্নিত করে দ্রুত বহিষ্কার করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, সন্ত্রাসবাদ, গুপ্তচরবৃত্তি, ধর্ষণ, খুন, মানবপাচার, সাইবার অপরাধ, মানি লন্ডারিং, জাল নথি ব্যবহার কিংবা নিষিদ্ধ সংগঠনের সদস্যপদ নেওয়ার মতো অপরাধে জড়িত বিদেশিদের বিরুদ্ধে সরাসরি ডিপোর্টেশন ব্যবস্থা নেওয়া হবে। নতুন আইনে বলা হয়েছে, ভুয়া ভিসা বা পাসপোর্ট ব্যবহার করলে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রুপি পর্যন্ত জরিমানা হতে পারে।এখন থেকে প্রত্যেক বিদেশি ভিসা আবেদনকারী কিংবা ওসিআই নিবন্ধন প্রার্থীকে আঙুলের ছাপ, মুখের ছবিসহ সম্পূর্ণ বায়োমেট্রিক তথ্য জমা দিতে হবে। কেন্দ্রীয়...