রাজধানীর তেজগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার সাতজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলা অপর এক আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- জিয়াউর রহমান, রুবেল হোসাইন, আব্দুর রহমান, ফায়িম তালুকদার, মো. ফিরোজ আহমেদ, মেহেদী হাসান হৃদয় ও ওমর ফারুক। কারাগারে যাওয়া আসামি হলেন রিদোয়ান রাফি। এদিন আসামিদের আদালতে উপস্থিত করে সাত দিনের রিমান্ড আবেদন করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের উপপরিদর্শক মো. আবু ঈসা। রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী রেজাউল হক। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৭ জনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আর কিশোর রিদোয়ানকে কারাগারে...