ফিলিস্তিনের গাজা শহরের বাসিন্দাদের দক্ষিণের একটি ‘মানবিক এলাকা’ তে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) এই ঘোষণা আসে গাজা শহর দখলের পরিকল্পিত হামলার আগে। খবর দিয়েছে এএফপি। ইসরায়েলের সামরিক বাহিনী কোনো নির্দিষ্ট সময়সীমা দেননি, তবে আগেই জানিয়ে দিয়েছিল যে হঠাৎ আক্রমণের জন্য অগ্রিম ঘোষণা করা হবে না। সামরিক মুখপাত্র আভিচে আদরাই সামাজিক মাধ্যমে বলেন, “এই সুযোগটি কাজে লাগিয়ে দ্রুত আল-মাওয়াসি এলাকায় চলে যান এবং সেখানে ইতোমধ্যে উপস্থিত হাজার হাজার মানুষের সঙ্গে যুক্ত হোন।” ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আল-মাওয়াসি অঞ্চলে ফিল্ড হাসপাতাল, পানির পাইপলাইন ও লবণাক্ততা কমানোর সুবিধা রয়েছে। এছাড়া খাবার, তাঁবু, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামও সরবরাহ করা হচ্ছে। তারা উল্লেখ করেছে, স্থল অভিযান চলাকালীন ত্রাণ বিতরণ কার্যক্রম জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় চালানো হবে। তবে গাজার...