জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘অদম্য ২৪’ স্মৃতিস্তম্ভের সামনে এক সংবাদ সম্মেলনে প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী শেখ সাদী এবং সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তানজিলা হোসেন বৈশাখী যৌথভাবে এ ইশতেহার পাঠ করেন।আরো পড়ুন:জাবিতে গাঁজা সেবনকালে বহিরাগতসহ ৩ শিক্ষার্থী আটকজাকসু: শিক্ষার্থীকে প্রার্থিতা প্রত্যাহারে হুমকি আরেক প্রার্থীর জাকসু: শিক্ষার্থীকে প্রার্থিতা প্রত্যাহারে হুমকি আরেক প্রার্থীর ‘প্রতিশ্রুতি নয়, পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ’ শিরোনামে ঘোষিত এ ইশতেহারে শিক্ষা, গবেষণা, আবাসন, নারী নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, পরিবহন, সংস্কৃতি ও পরিবেশ– মোট আটটি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ইশতেহারে বলা হয়েছে, শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার পরিবেশ গড়ে তোলা, গেস্টরুম সংস্কৃতি ও সন্ত্রাস-র্যাগিং নির্মূল, প্রথম দিন থেকেই আবাসন নিশ্চিতকরণ, নারীদের জন্য স্বাস্থ্য ও নিরাপত্তা...