জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ক্যাম্পাসে গাঁজা সেবনকালে হাতেনাতে তিন শিক্ষার্থীকে আটক করেছেন প্রক্টরিয়াল টিমের সদস্যরা। আটকদের মধ্যে দুইজন জাবির ও একজন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থী। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল এলাকায় প্রক্টরিয়াল টিমের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।আরো পড়ুন:চবির প্রশাসনিক ভবনের নাম পরিবর্তন করল বামপন্থিরাবরিশালে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ আটক শিক্ষার্থীরা হলেন, ইংরেজি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী আবিদ এম নাফিদ ও নুসরাত জাহান বিনতু এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মেহেরুন নেসা। প্রক্টরিয়াল টিম সূত্রে জানা যায়, আসন্ন জাকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে টহল জোরদার করা হয়েছে। এ সময় সুইমিংপুল এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গাঁজা সেবনের সময় আটক করা হয়।...