যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনে বিবিসি টেলিভিশন সেন্টারের সাবেক সদর দপ্তরের একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে। আগুন নেভাতে প্রায় ১০০ জন দমকলকর্মী কাজ করছেন। খবর বিবিসির। লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, আজ শনিবার (৬ সেপ্টেম্বর) ভোরে হোয়াইট সিটির উড লেনের নয়তলা ভবনটিতে আগুন লাগে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে যায়। ভবনটিতে এখন রেস্তোরাঁ, ফ্ল্যাটের পাশাপাশি টেলিভিশন স্টুডিও রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বেশকিছু বাসা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ এবং হতাহতের তথ্য জানা যায়নি। সপ্তম তলায় বসবাসকারী ইসাবেলা ব্রুকার বলেন, তাকে ও তার সাড়ে আট মাস বয়সী ছেলে রাফায়েলকে স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, ভোর রাত ৩টার কিছুক্ষণ পরেই তাদেরকে খবর দেওয়া হয়েছিল। হ্যামারস্মিথ, নর্থ...