চোখের মধ্যে গজিয়েছে দাঁত! শুনতে অবিশ্বাস্য হলেও সম্প্রতি এমনই এক ঘটনা সংবাদমাধ্যমে তুলে ধরেছেন চিকিৎসকরা। ভারতের বিহারের রাজধানী পাটনায় ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (আইজিআইএমএস) এক ব্যক্তির চোখে অস্ত্রপচার করে দাঁত অপসারণ করা হয়েছে। চিকিৎসাবিজ্ঞানে এটি অতি বিবেচিত হচ্ছে বিরল ঘটনা হিসেবে।নিউজ এইট্টিনের খবরে বলা হয়, সিওয়ান জেলার বাসিন্দা ৪৫ বছর বয়সী রবি কুমার (ছদ্মনাম) কয়েক মাস ধরে মুখমণ্ডলে ফোলা ও ঝাপসা দেখার সমস্যায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তার পরিবার তাকে পাটনার আইজিআইএমএসে ভর্তি করায়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা হতবাক হয়ে দেখেন— চোখের ঠিক নিচে অস্থির ভেতরে একটি দাঁত গজিয়েছে, যার শিকড় ছড়িয়ে পড়েছে চোখের কোটরের ভেতর পর্যন্ত। এই বিরল অবস্থাকে চিকিৎসকরা বলছেন “টুথ ইন দ্য আই”।রোগীকে ভর্তি করা হয় ডেন্টাল বিভাগের ওরাল মেডিসিন ও রেডিওলজির প্রধান ডা. নিম্মি সিংহের...