বর্তমানে ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ছবির কাজে ব্যস্ত জনপ্রিয় হলিউড অভিনেতা টম হল্যান্ড। এরইমধ্যে জানালেন নিজের অসুস্থতা সম্পর্কে। দীর্ঘদিন ধরে ডিসলেক্সিয়া (পঠনবিকার) ও এডিএইচডি’র (অতি-চঞ্চলতা ও অমনোযোগ) মতো বিরল রোগে আক্রান্ত তিনি। ছোটবেলায় এই তারকার ডিসলেক্সিয়া ধরা পড়ে। তখন তাঁর বয়স মাত্র ৭। স্পাইডারম্যান তারকা জানান, কোনো লেখা বানান করতে গেলে তাঁকে বড় অসুবিধায় পড়তে হয়। যদিও বাবা-মায়ের উৎসাহ তাঁকে সবসময় সামনে এগোতে সাহায্য করেছে। তিনি নিজেও এ বিষয়ে অন্যদের উৎসাহিত করেন, যা ডিসলেক্সিয়া আক্রান্ত ব্যক্তিদের ভিন্নভাবে চিন্তা করতে শেখায়। সম্প্রতি বিনোদনভিত্তিক ওয়েব পোর্টাল আইজিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ডিসলেক্সিয়া ও অ্যাটেনশন-ডেফিসিট/হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার (এডিএইচডি) রোগ নিয়ে কথা বলেন। কখনও কখনও এই রোগ দুটি তাঁর কাজে ব্যাঘাত ঘটায়, তখন সেই বাধা কীভাবে কাটিয়ে উঠেন—এ বিষয়েও কথা বলেন তিনি। টম হল্যান্ড...