ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) ট্রেবলজয়ী কোচ লুইস এনরিকে পড়েছেন বড়সড় বিপদে। শুক্রবার এক সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্প্যানিশ এই কোচ। হাসপাতালে নেওয়ার পর তার কলারবোন ভাঙা ধরা পড়ে, যা মেরামতের জন্য অস্ত্রোপচার করতে হবে বলে নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।পিএসজি এক বিবৃতিতে জানিয়েছে, ‘শুক্রবার সাইকেল দুর্ঘটনায় আহত হওয়ার পর লুইস এনরিকেকে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে। তার কলারবোন ভেঙে গেছে এবং এজন্য অস্ত্রোপচার করা হবে। ক্লাব তার দ্রুত আরোগ্য কামনা করছে।’সুপার কাপে নাটকীয় জয়ের পরও হতাশ পিএসজি কোচ২০২৩ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই এনরিকে পিএসজিকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। প্রথম মৌসুমে লিগ ও কাপ জিতলেও গত মৌসুমেই লিখেছেন ইতিহাস—৫-০ ব্যবধানে ইন্টার মিলানকে হারিয়ে পিএসজিকে এনে দেন প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা। তাতেই থেমে থাকেননি; ট্রেবল জিতে ফরাসি ক্লাব ফুটবলে গড়েছেন...