ইংলিশ প্রিমিয়ার লিগের নামকরা ক্লাবে মাঠ মাতিয়েছেন অ্যারন রামসে। খেলোয়াড়ি জীবনে পারফরম্যান্স ছাপিয়ে এক অদ্ভুত কারণে বিশ্বব্যাপি পরিচিতি পেয়েছেন এই মিডফিল্ডার। তার নামের সঙ্গে জড়িয়ে আছে কাকতালীয় ঘটনা, র্যামসের গোল মানেই যেন পৃথিবী থেকে বিদায় নিতেন কোন তারকা বা বিখ্যাত ব্যক্তি। আর তখন থেকেই ইংলিশ গণমাধ্যমগুলো এ ঘটনার নাম দিয়েছে অ্যারন র্যামসের ‘অভিশাপ’ বা ‘র্যামসে কার্স’। যদিও বিষয়টি কাকতালীয়, কিন্তু ঘটে আসছে গত ১৪ বছর ধরে। যার সর্বশেষ ঘটনা ঘটেছে ফ্যাশন ডিজাইনার আরমানির মৃত্যুর মাধ্যমে। ইতালির কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার ও ‘আরমানি’ ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা জর্জিও আরমানির মৃত্যুর আগেও জালের দেখা পেয়েছিলেন এই মিডফিল্ডার। বর্তমানে মেক্সিকান লিগে পুমা ইউএনএএম হয়ে খেলেন র্যামসে। সোমবার অ্যাটলাসের সঙ্গে গোলশূন্য ড্র হতে থাকা ম্যাচের শেষ মুহূর্তে গোল করে দলকে জেতান র্যামসে, তার তিনদিনের মাথায় মারা যান...