ছেলেদের এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে ইয়েমেনের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধে গোলশূন্য বিরতিতে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শেষ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি হয়। ৮৭ মিনিটে ইয়েমেনের হামজা আহমেদকে ফাউল করায় লাল কার্ড দেখেন মজিবর রহমান জনি। ৯৪ মিনিটে গোল করে ইয়েমেনকে জয় উপহার দেন মোহামেদ ইসাম আল আয়ামি। তিন ম্যাচের বাছাইপর্বে দুই ম্যাচ খেলে কোনো পয়েন্ট আদায় করতে পারেনি শেখ মোরসালিনের বাংলাদেশ। দুই ম্যাচ শেষে পয়েন্ট ও গোল ব্যবধানে গ্রুপের তলানির দল লাল-সবুজ দল। হারে এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেল বাংলাদেশের। সিঙ্গাপুরের বিপক্ষে শেষ ম্যাচটি শুধু নিয়ম রক্ষার। প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে হারের ভুল থেকে শিখে এদিন বেশ গুছিয়ে খেলার চেষ্টা ছিল বাংলাদেশের। লেফট উইং থেকে ফাহমিদুল ইসলাম ও রাইট উইংয়ে আল...