আবারও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন। গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ‘ফরিদা পারভীন আবারও হাসপাতালে চিকিৎসাধীন’- এমন সংবাদ প্রকাশ্যে আসার পর লালনসম্রাজ্ঞী খ্যাত এ শিল্পীর শারীরিক অবস্থা সম্পর্কে জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার অনুরাগীরা। ফরিদা পারভীন এখন কেমন আছেন- গণমাধ্যমকে জানালেন তার বড় ছেলে ইমাম নিমেরি উপল। আজ (৬ সেপ্টেম্বর) গণমাধ্যমকে ফরিদা পারভীনের ছেলে উপল বলেন, ‘চিকিৎসকেরা তাকে এখন অবজারভেশনে রেখেছেন। ডায়ালাইসিসের পর যেন অবস্থার অবনতি না হয় সেজন্যই...