কপিরাইট বিতর্কে জড়িয়ে পড়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল কোর্টে দায়ের করা এক মামলায় অভিযোগ উঠেছে, কোম্পানিটি তাদের এআই সিস্টেম প্রশিক্ষণের জন্য লেখকদের কপিরাইটযুক্ত বই অনুমতি ছাড়াই ব্যবহার করছে। শুক্রবার ক্লাস অ্যাকশনের এই প্রস্তাবিত মামলায় বলা হয়েছে, অ্যাপল কোনো লেখকের সম্মতি নেয়নি এবং ক্রেডিট দেয়নি এমনকি কোনো ধরনের আর্থিক ক্ষতিপূরণও দেয়নি। মামলার বাদী লেখক গ্রেডি হেনড্রিক্স এবং জেনিফার রবারসন আদালতে অভিযোগ করেছেন, “অ্যাপল এই সম্ভাব্য লাভজনক উদ্যোগে লেখকদের অবদানের জন্য কোনো ধরনের অর্থ দেওয়ার চেষ্টা পর্যন্ত করেনি।” অ্যাপলের বিরুদ্ধে এ মামলাটি যুক্তরাষ্ট্রে চলমান কপিরাইট লঙ্ঘনবিষয়ক একের পর এক মামলার সাম্প্রতিক সংযোজন বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। লেখক, সংবাদমাধ্যমসহ বিভিন্ন গোষ্ঠী এরইমধ্যে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে তাদের সৃজনশীল কাজ অনুমতি ছাড়া ব্যবহার করার অভিযোগ তুলেছে। একইদিনে আরেক এআই স্টার্টআপ অ্যানথ্রপিক...