০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৬ পিএম | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৬ পিএম ভেনেজুয়েলার সামরিক বিমানগুলি মার্কিন বাহিনীর জন্য বিপদ ডেকে আনলে সেগুলো গুলি করে ভূপাতিত করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে শুক্রবার এই নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প পুয়ের্তো রিকোয় অত্যাধুনিক মার্কিন এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন। মার্কিন সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, ওয়াশিংটনের চিহ্নিত ‘মাদক-সন্ত্রাসী’ সংগঠন হিসেবে উল্লেখিত লাতিন আমেরিকান পাচারকারী নেটওয়ার্কের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে পুয়ের্তো রিকোর একটি বিমানঘাঁটিতে ১০টি এফ-৩৫ যুদ্ধবিমান পাঠানো হয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উপর ট্রাম্প চাপ বাড়ানোর সঙ্গে সঙ্গে দক্ষিণ ক্যারিবিয়ানে ইতিমধ্যেই উপস্থিত মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে ১০টি বিমান যোগ দেবে। মাদুরো, যার বিরুদ্ধে আমেরিকা মাদক পাচারকারী চক্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগ এনেছে। সাম্প্রতিক দিনগুলিতে এই অচলাবস্থা...