ফুটবল মাঠে বারবার বিতর্কের জন্ম দেওয়া লুইস সুয়ারেজ আবারও শিরোনামে—তবে এবারও নেতিবাচক কারণে। লিগস কাপের ফাইনালে প্রতিপক্ষের এক স্টাফকে থুতু ছুড়ে মারায় ৬ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ইন্টার মায়ামির উরুগুইয়ান তারকা। একই ঘটনায় শাস্তি পেয়েছেন তার দুই সতীর্থ সের্জিও বুস্কেটস ও তোমাস আবিলেস। গত ৩১ আগস্ট অনুষ্ঠিত লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে হারে মায়ামি। হারের হতাশা সামাল দিতে না পেরে ম্যাচ শেষে মাঠেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন মায়ামির একাধিক খেলোয়াড়। সে সময় সুয়ারেজকে দেখা যায়, সাউন্ডার্সের এক কোচিং স্টাফের দিকে থুতু ছুড়তে। এ ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার মুখে পড়ে তিনি। শুধু সুয়ারেজ নন, গোলযোগে জড়ান মায়ামির স্প্যানিশ মিডফিল্ডার সের্জিও বুস্কেটসও। অভিযোগ অনুযায়ী, তিনি সিয়াটলের মিডফিল্ডার ওবেদ ভার্গাসকে ঘুষি মারেন। এছাড়া আর্জেন্টাইন ডিফেন্ডার তোমাস আবিলেসও...