শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। কিন্তু আবারও যেন ‘শেষের দুর্বলতার’ রোগ পেয়ে বসল বাংলাদেশকে। ম্যাচের অধিকাংশ সময় বল পায়ে রেখে, ইয়েমেনের অর্ধে আধিপত্য দেখালেও, শেষদিকে গিয়ে খেই হারিয়ে ফেলল বাংলাদেশ। হজম করে বসল গোল। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে ইয়েমেনের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। শেষ মিনিটের গোলে ১-০ ব্যবধানে হেরেছে কোচ সাইফুল বারী টিটুর দল। টানা দ্বিতীয় হারে এশিয়ান কাপে খেলার স্বপ্ন শেষ হয়ে গেলো বাংলাদেশের। ভিয়েতনাম ম্যাচের আগে অসুস্থ হয়ে পড়েছিলেন বাংলাদেশের কোচ সাইফুল বারী টিটু। এ ম্যাচেও বাংলাদেশের ডাগআউটে ছিলেন না তিনি। তার পরিবর্তে সহকারী কোচ হাসান আল মামুন দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিলেন। কিউবা মিচেলের পরিবর্তে শুরু একাদশে রেখেছিলেন ফাহমিদুলকে আর আরমান আকাশের জায়গায় মিরাজুলকে। ম্যাচেও তার প্রভাব দেখা গেছে বেশ।...