বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে হওয়ার কথা। সেই অনুযায়ী পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য নির্বাচন কমিশনও ঘোষণা করা হয়েছে। নির্বাচনের প্রক্রিয়া পরিচালনার জন্য গঠন হয়েছে তিন সদস্যের কমিশন। বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেনকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। বাকি দুই নির্বাচন কমিশনের সদস্য হলেন- অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মো. সিবগাত উল্লাহ। অন্যজন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব)। নির্বাচন কমিশন নির্বাচনের নিয়মাবলী...