দেশ ‘অস্বাভাবিক প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জাতীয় নির্বাচন সামনে রেখে ‘নিশানা করে’ হামলা ও ভাঙচুরের আরও ঘটনা ঘটতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি। শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের তিনি বলেন, “আজকে পত্রিকায় দেখলাম বিভিন্ন জায়গায় ভাঙচুর হয়েছে, মাজার ভাঙার ঘটনা ঘটেছে, সেখানে বিভিন্ন কিছু ভাঙচুর করা হয়েছে, এগুলো আসলে কোনো বিচ্ছিন্ন কিছু না।” মির্জা আব্বাস বলেন, “নির্বাচনকে সামনে রেখে এই ধরনের আরও অনেক কিছু সামনে আপনারা দেখতে পাবেন। উদ্দেশ্যে একটাই, যাতে নির্বাচনটা না হয়…একটা শ্রেণির লোক চাচ্ছে যাতে দেশে নির্বাচন না হয়। আপনারা সাংবাদিকরা খেয়াল রাখবেন, সোশ্যাল মিডিয়ায় কালকে আমি দেখলাম, বিশ্বের একজন পরাক্রমশালী নেতার মুখের বক্তব্য শুনেছি… তাতে আমার মনে হচ্ছে না যে, দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়ায় আমরা...