ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটির বাসিন্দাদের দক্ষিণে চলে যেতে বলেছে। শনিবার সেনাবাহিনী বলেছে, তাদের বাহিনী গাজার বৃহত্তম নগর এলাকায় তাদের অভিযান জোরদার করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইসরায়েলের সামরিক মুখপাত্র আভিখাই আড্রেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ লিখেছেন, বাসিন্দাদের দক্ষিণাঞ্চলীয় খান ইউনুসের উপকূলীয় এলাকায় যেতে হবে। তিনি দাবি করেন, সেখানে খাদ্য, চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা রাখা হয়েছে। ওই অঞ্চলকে তিনি ‘মানবিক জোন’ হিসেবে উল্লেখ করেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে গাজা সিটি দখলের অভিযান চলছে। তিনি বলছেন, শহরটি হামাসের শক্ত ঘাঁটি। এটি দখল করা ছাড়া হামাসকে পরাজিত করা সম্ভব নয়। ইসরায়েলি সেনারা কয়েক সপ্তাহ ধরে শহরের উত্তরাঞ্চলের উপকণ্ঠে ব্যাপক হামলা চালাচ্ছে। বৃহস্পতিবার সেনাবাহিনী দাবি করে, তারা শহরের প্রায় অর্ধেক এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। গাজা সিটিতে যুদ্ধ শুরুর আগে প্রায় ১০ লাখ...