জাতীয় পার্টি (জাপা) কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গণঅধিকার পরিষদকে জড়িত করার অভিযোগকে ‘মিথ্যা’, ‘অসত্য’ ও ‘বড় ধরনের স্পর্ধা’ বলে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হক নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ অভিযোগের জবাব দেন। রাশেদ খাঁন বলেন, “গণঅধিকার পরিষদ শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। তাই সহিংস কর্মকাণ্ডের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। বরং সরকার ও জাতীয় পার্টি ইচ্ছাকৃতভাবে আন্দোলনের গতিপথ ভিন্নখাতে নিতে চাইছে।” তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীকে গ্রেপ্তারের দাবি জানান। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, শাহবাগে তারা শান্তিপূর্ণ সংহতি সমাবেশ করেছেন যেখানে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলনসহ ৩০টিরও বেশি রাজনৈতিক দল অংশ নেয়। সমাবেশ সফলভাবে শেষ হওয়ার...