পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ শনিবার (৬ সেপ্টেম্বর) দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিকভাবে চালু রয়েছে। হিলি স্থলবন্দরের পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম চৌধুরী প্রিন্স জানান, ধর্মীয় মর্যাদায় পালিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সকাল থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাকগুলো হিলি বন্দরে প্রবেশ করেনি। একইসঙ্গে স্থলবন্দরের সব ধরনের অভ্যন্তরীণ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তিনি আরও জানান, এ একদিনের ছুটি শেষে আগামীকাল রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে...