ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়ন ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে অংশ নেননি ভারতীয় ক্রিকেটাররা। এবার সেই পথে হাঁটলেন পাকিস্তানের ক্রিকেটাররাও। ভারতে অনুষ্ঠিতব্য ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন পাকিস্তানের মেয়েরা। আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলংকা। ভারতের গুয়াহাটিতে টুর্নামেন্টের প্রথম ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা। সে অনুষ্ঠানে অংশ নেবেন না পাকিস্তানি ক্রিকেটাররা। আরও পড়ুনআরও পড়ুনবিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশনে জায়গা পেলেন যারা সাম্প্রতিক সময়ে ভারত এবং পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। চলতি বছরের মে মাসে দুই দেশ চারদিনের এক যুদ্ধও করেছে। রাজনৈতিক টানাপড়েনের আঁচ ক্রীড়া-সংস্কৃতিসহ সবক্ষেত্রেই পড়েছে। প্রসঙ্গত, এবারের নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের সব ম্যাচ হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। একই ভেন্যুতে ২৯ অক্টোবর সেমিফাইনাল...