গত মে মাসে পাকিস্তানের সঙ্গে ভারত যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরেও যুদ্ধ চলেছিল। ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী শুক্রবার এ তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভি অনলাইনের। ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত হয় ২৬ জন। ওই ঘটনায় পাকিস্তানের মদদ ছিল বলে দাবি করে ভারত। তবে ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করেছে। এরপরেও ৭ মে পাকিস্তানে হামলা চালায় ভারত। ওই অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তান পাল্টা হামলা চালালে দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে সন্ধ্যায় ভারত ও পাকিস্তান সংঘর্ষবিরতিতে সম্মত হয়। শুক্রবার দিল্লিতে একটি বই উদ্বোধনের অনুষ্ঠানের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, “আপনারা হয়তো ভাবেন ১০ মে যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু না। দীর্ঘ সময় চলেছিল সেই যুদ্ধ। অনেক সিদ্ধান্ত নেওয়ার ছিল। তা ছাড়া সব...