গাজা শহরের অধিবাসীদের শহর ছেড়ে দক্ষিণ দিকে একটি ‘মানবিক এলাকায়’ সরে যেতে বলেছে ইসরায়েলি সেনাবাহিনী। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) ফিলিস্তিনি ভূখণ্ডের সবচেয়ে বড় এই নগর কেন্দ্রটি দখল করার জন্য একটি পরিকল্পিত আক্রমণের আগে এই নির্দেশ দেওয়া হলো। খবর এএফপির। ইসরায়েলের সামরিক বাহিনী হামলার জন্য কোনো সময়সীমা বেঁধে দেয়নি, তবে এর আগে ইঙ্গিত দিয়েছিল যে অপ্রত্যাশিত আক্রমণের ধারা বজায় রাখার জন্য অগ্রিম কোনো ঘোষণা দেওয়া হবে না। ইসরায়েলের সামরিক মুখপাত্র আভিচে আদরাই ফিলিস্তিনিদের উদ্দেশে সামাজিক মাধ্যমে বলেছেন, ‘এই সুযোগটি কাজে লাগিয়ে তাড়াতাড়ি (আল-মাওয়াসি) মানবিক অঞ্চলে চলে যান এবং সেখানে ইতোমধ্যে চলে যাওয়া হাজার হাজার মানুষের সঙ্গে যোগ দিন।’ অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী আলাদাভাবে জানিয়েছে যে গাজার দক্ষিণাঞ্চলে অবস্থিত আল-মাওয়াসিতে ফিল্ড হাসপাতাল, পানির পাইপলাইন, ও লবণাক্ততা দূরীকরণ সুবিধা রয়েছে। পাশাপাশি সেখানে খাবার, তাঁবু,...