অল্প সময়েই আন্দোলন শুধু অর্থনৈতিক দাবির মধ্যে সীমাবদ্ধ থাকেনি। পুলিশি নিপীড়ন, রাজনৈতিক অদক্ষতা, দুর্নীতি আর বেকারত্বের মতো দীর্ঘদিনের জমে থাকা অসন্তোষও যুক্ত হয়েছে এতে। ফলে বিক্ষোভ দেশব্যাপী দাবানলের মতো ছড়িয়ে পড়ে।একটি হত্যাকাণ্ডে আগুনে ঘি২৮ আগস্ট ২১ বছর বয়সী খাবার ডেলিভারি কর্মী আফ্ফান কুরনিয়াওয়ান পুলিশের গাড়িচাপায় নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রিমব নামে পরিচিত বিশেষ বাহিনীর একটি গাড়ি ইচ্ছাকৃতভাবে তাকে ধাক্কা দেয়। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। মানুষের ক্ষোভ তীব্র হয়, পুলিশের প্রতি ঘৃণা আকাশচুম্বী রূপ নেয়। এর পর থেকে আন্দোলনের সাথে মানুষের আবেগের এক গভীর যোগ তৈরি হয়, যা আন্দোলনকে আরও দীর্ঘস্থায়ী করে তোলে।সংগঠনের ধরন : নেতৃত্বহীন ও বিকেন্দ্রীভূতএ আন্দোলনের একটি বড় বৈশিষ্ট্য হলো এর নেতৃত্বহীন চরিত্র। কোনো দল বা বড় রাজনৈতিক ব্যক্তিত্বকে এখানে...