জাতীয় পার্টির কার্যালয়ে হামলা রাজনৈতিক বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ ঘটনাকে মব বলা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিকেএসএফ) নতুন কর্মকর্তা-কর্মচারীদের ওরিয়েন্টেশন উপলক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা আরও মন্তব্য করেন, নির্বাচনে আওয়ামী লীগের কোনো সুযোগ না থাকায় এসব ষড়যন্ত্র চলছে। এ সময় রাজবাড়ীতে দরবার শরীফে ভাঙচুর ও কবর থেকে মরদেহ তুলে পোড়ানোর ঘটনায় নিন্দাও জানান তিনি। উপদেষ্টা আশ্বস্ত করেন, এ বিষয়ে ব্যবস্থা নেবে সরকার। স্থানীয় সরকার উপদেষ্টা জানান, কোনো দলের নয়, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হলে সে জনবলই রাষ্ট্রের সম্পদ। পরে সাংবাদিকদের প্রশ্নে, রাজবাড়ীতে কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনাকে নিন্দনীয় বলে মন্তব্য করেন তিনি। স্থানীয় কর্মকর্তাদের...