জাতীয় নির্বাচনের আড়ালে কিছুটা স্তিমিত হলেও সামনে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। কদিন আগে শোনা যাচ্ছিল, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে রেখে ‘অ্যাডহক কমিটি’ গঠনের চিন্তা করছে বিসিবি। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে বিসিবি আনুষ্ঠানিকভাবে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৫ উপলক্ষে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। ১. অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন,(সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও প্রধান নির্বাচন কমিশনার) ২. মো. সিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম (অতিরিক্ত মহাপরিদর্শক, বাংলাদেশ পুলিশ ও প্রধান, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) – নির্বাচন কমিশনার) ৩. জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) নির্বাচন কমিশনার বিসিবির সংবিধান ও বিধিবিধান অনুযায়ী নির্বাচন...