এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছে হেরে যায়। প্রথম ম্যাচে হারের হতাশা ভুলে আজ ইয়েমেনের মুখোমুখি হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে এবারও হার এড়াতে পারলো না বাংলাদেশ। শেষ মিনিটে গোল হজম করে টানা দ্বিতীয় হারের মুখ দেখল শেখ মোরসালিনের দল। বাংলাদেশ-ইয়েমেনের ম্যাচটি ড্রয়ের পথেই ছিল। ড্র থেকে কেবল ৪০ সেকেন্ডের মতো সময় দূরে ছিল ম্যাচটি। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল হজম করে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না মোরসালিন-জায়ানদের সামনে। অন্তত ড্র হলেও এক পয়েন্ট পেতেন তারা। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য সহায় হলো না বাংলাদেশের পক্ষে। টানা দ্বিতীয় হারের ফলে এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে সাইফুল বারী...