ফ্রান্সের জার্সিতে গোল সংখ্যায় কিংবদন্তি থিয়েরি অঁরিকে ছুঁয়ে ফেলা কিলিয়ান এমবাপের কাছে অনেক বড় পাওয়া। ফরাসি অধিনায়কের সামনে এখন শুধুই অলিভিয়ে জিরু। তবে রেকর্ড নিয়ে ভাবছেন না এমবাপে। রেয়াল মাদ্রিদ তারকা বললেন, দেশের হয়ে আরও বেশি ম্যাচ ও শিরোপা জেতাই তার মূল লক্ষ্য। পোল্যান্ডে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইউক্রেইনকে ২-০ ব্যবধানে হারানোর ম্যাচে দলের দ্বিতীয় গোলটি করেন এমবাপে। শুক্রবার প্রথম গোলটি মাইকেল ওলিসের। ম্যাচের ৮২তম মিনিটে করা ওই গোলে দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডের তালিকায় অঁরির পাশে বসেন এমবাপে। দুইজনের গোল ৫১টি করে। ৫৭ গোল করে চূড়ায় জিরু। ম্যাচ শেষে ফরাসি টিভি চ্যানেল টিএফ ওয়ানকে এমবাপে বলেন, অঁরিকে স্পর্শ করা তার কাছে সম্মানের। “টিটিকে (অঁরি) কুর্নিশ জানাই! তবে এখন তাকে ছাড়িয়ে যেতে চাই। (গোল সংখ্যায়) তাকে স্পর্শ করতে পারা সত্যিই সম্মানের।...