১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানকে বিক্রি করে ডাকসুর প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ছাত্রপক্ষ। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ডাকসু নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রপক্ষের কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল ইসলাম আবির বলেন, আমরা লক্ষ্য করছি বিভিন্ন দল ও প্যানেলের পক্ষ থেকে প্রকাশ্যে আচরণবিধি ভঙ্গ করা হচ্ছে। কিন্তু প্রশাসন এ ব্যাপারে পুরো নির্বিকার। তাদের কাছে অভিযোগ দেওয়া হলেও কোন ব্যবস্থা নিচ্ছে না। এমনটা হলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে আমরা সংশয় প্রকাশ করছি। ১. বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে অবিলম্বে সক্রিয় হয়ে অনৈতিক আপ্যায়ন, উপঢৌকন বিতরণ, অর্থের লেনদেন, ব্যক্তিগত আক্রমণ...