আগামী বছর থেকে নিজস্ব এআই চিপের ব্যাপক উৎপাদন শুরু করতে যাচ্ছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। ব্রিটিশ দৈনিক ফাইনান্সিয়াল টাইমস প্রতিবেদনে লিখেছে, ব্যবহারকারীদের জন্য প্রয়োজনীয় বিশাল কম্পিউটিং সক্ষমতা সরবরাহ করতে ও মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়ার ওপর নির্ভরতা কমাতে আগামী বছর থেকেই চিপের উৎপাদন শুরু করবে কোম্পানিটি। মার্কিন সেমিকন্ডাক্টর নির্মাতা ‘ব্রডকম’-এর সঙ্গে মিলে এই কাস্টম এআই চিপ ডিজাইন করেছে ওপেনএআই। ‘ব্রডকম’-এর সিইও সম্প্রতি ঘোষণা দিয়েছেন, তাদের এক নতুন ক্লায়েন্ট এক হাজার কোটি ডলারের চিপ অর্ডার দিয়েছেন। তবে ক্রেতার নাম উল্লেখ করেনি তিনি। ক্লায়েন্টের নাম না বললেও টাইমসের সূত্র নিশ্চিত করেছে, এ নাম না জানা কোম্পানিটি ওপেনএআই। এ চিপ বিক্রির কোনো পরিকল্পনা নেই ওপেনএআইয়ের, কেবল নিজেদের ব্যবহারের জন্যই চিপের অর্ডার দিয়েছে কোম্পানিটি। ২০২৩ সালে রয়টার্স প্রতিবেদনে লিখেছিল, নিজস্ব এআই চিপ বানানোর সম্ভাবনা নিয়ে ভাবছে...