এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইয়ে ইয়েমেনের বিপক্ষে ভালোই লড়াই করছিল বাংলাদেশ। কিন্তু শেষ দিকে এসে হয়েছে ছন্দপতন। ১০ জনের দলে পরিণত হওয়ার পর ম্যাচ শেষ হওয়ার ৩০ সেকেন্ড আগে গোল হজম করে হারতে হয়েছে। ১-০ ব্যবধানে হারায় বাংলাদেশের চূড়ান্ত পর্বের আশাও মিইয়ে গেছে। টানা দুই ম্যাচ হেরেছে মোরসালিনরা। এখন শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে হবে। ভিয়েতনামে শনিবার শুরুর দিকে ফাউল করে খেলার প্রবণতা দেখা গেছে জনি-ফাহামিদুলদের। এসময় কোচ হাসান আল মামুনকে তো শিষ্যদের মাথা ঠাণ্ডা করে খেলার পরামর্শ দিতে শোনা গেছে। যাই হোক ইয়েমেন আক্রমণে এগিয়ে থাকলেও গোল পেতে অনেক সময় লেগেছে। বাংলাদেশ বিল্ডআপে খেলার চেষ্টা করেছে। কিন্তু সফল হতে পারেনি। ৬ মিনিটে মামদো সালেহর হেড ক্রসবারে লেগে ফিরে আসে। প্রথমার্ধের শেষ যোগ করা সময়ে ইয়েমেনের একজনের ফ্রি কিক ক্রস বারের ওপর...