যুক্তরাষ্ট্রের স্কুলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শেখানো নিয়ে হোয়াইট হাউসের পরিকল্পনায় সায় দিয়েছে বড় বড় বিভিন্ন প্রযুক্তি কোম্পানি। বৃহস্পতিবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুলে এআই শেখানো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন মার্কিন বিভিন্ন প্রযুক্তি কোম্পানির প্রধান ও এআই খাতের শীর্ষ নেতারা। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এসব জায়ান্ট প্রযুক্তি কোম্পানির মধ্যে রয়েছে অ্যামাজন, গুগল, মাইক্রোসফট, চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই ও এআই স্টার্টআপ অ্যানথ্রপিক। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে স্কুলে এআই শেখানো নিয়ে হোয়াইট হাউসের এ প্রতিশ্রুতিতে অংশ নেওয়ার কথা বলেছে এসব প্রযুক্তি কোম্পানি। এ প্রতিশ্রুতির উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থীদের এআই প্রযুক্তির প্রতি আগ্রহ গড়ে তোলা, এআই সম্পর্কে জ্ঞান ও দক্ষতা বাড়ানো এবং অভিভাবক ও শিক্ষকদের জন্য এআই বিষয়ে প্রশিক্ষণের সুযোগ তৈরি করা। প্রতিশ্রুতির...