অত্যাধুনিক এই প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকলটি (পিএইচইভি) ১১০০ কিলোমিটারের সম্ভাব্য রেঞ্জ নিয়ে বাজারে আসে। এই ক্যাম্পেইনের উদ্দেশ্য হলো সিলায়ন ৬ এর সীমানাকে অতিক্রম করে যাওয়া এবং বাস্তবে এটি প্রত্যাশার চেয়েও বেশি পারফরম্যান্স দিতে সক্ষম, তা জানানো। মোট পাঁচ দিনের এ যাত্রায় বিওয়াইডি সিলায়ন ৬ বাংলাদেশের বিভিন্ন ধরনের সড়কজুড়ে ১,৮৬৬.৪ কিলোমিটারের সুবিশাল পথ পাড়ি দিবে। এই যাত্রাপথে থাকছে ঢাকা থেকে বাংলাবান্ধা জিরো পয়েন্ট; সেখান থেকে আবার ঢাকায় ফেরত আসা। পথে বেশকিছু যাত্রাবিরতি দিয়ে কক্সবাজার, টেকনাফ ও চট্টগ্রামও থাকছে এই ভ্রমণ তালিকায়। এই চ্যালেঞ্জ সিলায়ন ৬ এর স্বামর্থ্য ও সক্ষমতা প্রমাণ করবে; দেখাবে কীভাবে সর্বোচ্চ পারফরম্যান্স ধরে রেখেও সুদীর্ঘ পথ পাড়ি দেয়া যায়। এই যাত্রার নেতৃত্ব দিচ্ছেন বিওয়াইডি বাংলাদেশের কর্মকর্তা ইমতিয়াজ নওশের, শাহনুমা শারমিন ও রেজওয়ান রহমান। তাদের সঙ্গে থাকবেন দ্য এসপিটিভির...