ঢাকা: চোখে দাঁত গজিয়েছে—শুনতে অবিশ্বাস্য হলেও ভারতে এ রকম এক ঘটনা ঘটেছে। বিহারের একটি হাসপাতালে এক ব্যক্তির চোখ থেকে সম্প্রতি দাঁত তোলার কথা জানিয়েছেন চিকিৎসকরা। বিহারের পাটনায় ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (আইজিআইএমএস) থেকে বিরল এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।ওই হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়া এক রোগীর ডান চোখে দাঁত গজিয়েছিল।যে চিকিৎসক ওই রোগীর অস্ত্রোপচার করেছেন তার মতে, চিকিৎসা বিজ্ঞানের বিরলতম ঘটনার মধ্যে এটা একটা। ওই ব্যক্তির অস্ত্রোপচার করা হয়েছিল গত ১১ আগস্ট। তিনি এখন সুস্থ আছেন। ওই ব্যক্তি এবং যে চিকিৎসকরা তার অস্ত্রোপচার করেছেন, তাদের কাছ থেকে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করেছে বিবিসি।এই প্রতিবেদনে পাটনার আইজিআইএমএসের রোগীদের গোপনীয়তাবিষয়ক নীতি অনুসরণ করে আক্রান্ত ব্যক্তির পরিচয় গোপন রাখা হয়েছে এবং বিবিসির এই প্রতিবেদনে তাকে বোঝাতে ভিন্ন একটি নাম ব্যবহার করা হয়েছে।‘আমার...