লিগস কাপের ফাইনালে অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়ে ইন্টার মিয়ামির দুই তারকা লুইস সুয়ারেজ ও সার্জিও বুসকেটসকে নিষিদ্ধ করা হয়েছে। গত ৩১ আগস্ট সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে ফাইনালে হারের পর সুয়ারেজ প্রতিপক্ষের এক স্টাফের দিকে থুতু ছোড়েন এবং এক খেলোয়াড়ের গলায় হাত দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এর ফলেই উরুগুইয়ান তারকাকে লিগস কাপে ৬ ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এর মধ্যে ৩ ম্যাচ গ্রুপপর্বে ও বাকি ৩ ম্যাচ নকআউটে কার্যকর হবে। এদিকে মিয়ামির অভিজ্ঞ মিডফিল্ডার সার্জিও বুসকেটসকে দুই ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি জরিমানাও করা হয়েছে। আরও পড়ুনআরও পড়ুনমিয়ামির অনেক ফুটবলারের চেয়েও বেশি বেতন পান মেসির দেহরক্ষী এছাড়া মিয়ামির ডিফেন্ডার টমাস আভিলেস তিন ম্যাচ এবং সিয়াটলের কোচিং স্টাফ স্টিভেন লেনহার্ট পাঁচ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। এর আগে ক্যারিয়ারে একাধিকবার শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তি ভোগ করেছেন সুয়ারেজ। ২০১০...