লিগস কাপ ফাইনালে বিতর্কিত ঘটনার জেরে বড় শাস্তির মুখে পড়লেন ইন্টার মায়ামির তারকা লুইস সুয়ারেজ। সিয়াটল সাউন্ডার্সের স্টাফ সদস্যের ওপর থুতু নিক্ষেপ করায় তাকে ছয় ম্যাচ নিষিদ্ধ করেছে লিগস কাপ আয়োজক কমিটি। গত রোববার অনুষ্ঠিত ফাইনালে মায়ামিকে ৩–০ গোলে হারিয়ে শিরোপা জেতে সাউন্ডার্স। তবে ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে সতীর্থ ও কোচরা মিলে সুয়ারেজকে ধরে রাখতে বাধ্য হন। এ সময়ই প্রতিপক্ষ দলের এক স্টাফের দিকে থুতু ছুড়ে বসেন উরুগুইয়ান তারকা।আরো পড়ুন:এবার প্রতিপক্ষের কোচকে থুতু মেরে বড় শাস্তির মুখে সুয়ারেজমেসি-সুয়ারেজ জোড়ায় উড়ল ইন্টার মায়ামি এবার প্রতিপক্ষের কোচকে থুতু মেরে বড় শাস্তির মুখে সুয়ারেজ শুধু সুয়ারেজই নয়, মায়ামির আরও দুজন খেলোয়াড়ের শাস্তি হয়েছে। মিডফিল্ডার সার্জিও বুসকেটস সাউন্ডার্সের তরুণ খেলোয়াড় ওবেদ ভার্গাসকে ঘুষি...