চলতি বছরটি যেন ইন্ডাস্ট্রির অতীত সম্পর্ক ঝালিয়ে নেওয়ার। ‘ধূমকেতু’র জন্য দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তন থেকে এক ছবিতে ‘বোনুয়া’ সমীকরণ, চমকের পর চমক উপহার টলিউডের তাবড় তারকা ব্যক্তিত্বদের। সম্প্রতি একফ্রেমে ধরা দিয়ে অনুরাগী শিবিরের সেই ‘উল্লাস’ আরও বাড়িয়ে দিয়েছেন মিমি চক্রবর্তী এবং শুভশী গাঙ্গুলী। অতীতের মান-অভিমান যদিও অনেক আগেই ঝেড়ে ফেলেছিলেন, তবে বছরখানেক আগে দুই অভিনেত্রীর সম্পর্কে যতিচিহ্ন পড়ার পর থেকে মাত্র একবারই এক বিজ্ঞাপনী ভিডিওর জন্য একফ্রেমে ধরা দিয়েছিলেন মিমি-শুভশ্রী। তবে সময়ের সঙ্গে ধীর লয়ে বদলেছে তাঁদের সমীকরণও। সেই পরিণত বন্ধুত্বের পাল তুলেই সোশাল মিডিয়ায় একটি রিল ভাগ করে নিয়েছিলেন দুই অভিনেত্রী। মাত্র তিন দিনেই ৭ মিলিয়ন ভিউয়ে রীতিমতো রেকর্ড গড়ে ফেলেছে মিমি-শুভশ্রী জুটি। আর সেই উন্মাদনা দেখেই ‘দুই পৃথিবী’র সিক্যুয়ালের জল্পনা উসকে দিলেন টলিপাড়ার বড় প্রযোজক। ২০১০ সালের বক্স অফিসে...