রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অংশ নিতে ‘বিশেষ বিবেচনায়’ দ্বিতীয়বার মাস্টার্সে ভর্তির সুযোগ চেয়েছেন শাখা ছাত্রদলের পাঁচ নেতা। একই সুযোগ চেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এক সমন্বয়কও। তাদের কারও নিয়মিত ছাত্রত্ব না থাকায় বুধবার (৩ সেপ্টেম্বর) উপাচার্যের কাছে লিখিত আবেদন জমা দেন তারা।আরো পড়ুন:রাকসু: সংগ্রামী শাহরিয়ার মোর্শেদ কাজ করতে চান সেশনজট নিয়েরাবি ছাত্রীদের নিয়ে ছাত্রদল নেতার কটূক্তির প্রতিবাদে ইবিতে মানববন রাকসু: সংগ্রামী শাহরিয়ার মোর্শেদ কাজ করতে চান সেশনজট নিয়ে রাবি ছাত্রীদের নিয়ে ছাত্রদল নেতার কটূক্তির প্রতিবাদে ইবিতে মানববন ওই নেতারা হলেন, শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, জ্যেষ্ঠ সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ, যুগ্ম-সাধারণ সম্পাদক তুষার হাসান এবং সাবেক সমন্বয়ক মেহেদী হাসান মুন্না। আবেদনপত্রে তারা উল্লেখ করেন, ‘ফ্যাসিস্ট শাসনামলে’...