বিভিন্ন স্থানে হামলা, মাজারে ভাঙচুর, কবর থেকে লাশ তুলে পোড়ানোর ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি মন্তব্য করেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি পক্ষ এ ধরনের কাজ করতে পারে। শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়ে এসব কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, ‘বিভিন্ন জায়গায় মাজার ভাঙচুর হয়েছে, কবর থেকে লাশ তোলা হয়েছে, এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এ ধরনের আরও অনেক কিছু আপনারা সামনে দেখতে পাবেন, যাতে এই নির্বাচনটা না হয়। একটা শ্রেণির লোক চাচ্ছে, যাতে নির্বাচন না হয়।’...