উচ্চ ফি, লুকানো চার্জ ও কম এক্সচেঞ্জ রেটের কারণে ২০২৪ সালে বিশ্বব্যাপী প্রায় ৫৭ বিলিয়ন ডলার অবচয় হয়েছে। বাংলাদেশে এই অবচয়ের পরিমাণ এক দশমিক ৪৮ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৬ হাজার ২০০ কোটি টাকা। আন্তর্জাতিক ফিনটেক কোম্পানি ও মানি ট্রান্সফার অ্যাপ ‘না’লা’ এমন তথ্য জানিয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন না’লা বাংলাদেশের হেড অব গ্রোথ মাহমুদুল হাসান। না’লা বাংলাদেশে তাদের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে মাহমুদুল হাসান বলেন, ২০২৪ সালে বৈশ্বিক রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯০৫ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে উচ্চ ফি, লুকানো চার্জ ও কম এক্সচেঞ্জ রেটের কারণে বিশ্বব্যাপী প্রায় ৫৭ বিলিয়ন ডলার অপচয় হয়েছে। না’লা-এর হেড অব গ্রোথ বলেন, একই...