জামায়াতে ইসলামীর ইউরোপ শাখার মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা বলেছেন, যে কয়েকটি গোষ্ঠী আওয়ামী লীগ সরকারের ফ্যাসিবাদ পতনে আন্তর্জাতিক বিশ্বে কাজ করেছেন সেগুলো হলো— ড. ইউনূস ও জামায়াত। দুটো স্টেক হোল্ডার। সুতরাং ড. ইউনূস এই যে কাজগুলো করেছেন, আমি কিন্তু সেখানে টার্মস দেখেছি, কোন টার্মেসের মাধ্যমে এগ্রিমেন্টগুলো করেছেন। বিদেশে লবিং ফার্মরা তো অনেক টাকা চার্জ করে, তো সেখানে রিটেন এগ্রিমেন্ট হয়। সেখানে ব্যাপারটা এমন ছিল না যে, আমি বাংলাদেশে প্রধান উপদেষ্টা হতে চাই। সম্প্রতি আয়োজিত এক টকশোতে এ মন্তব্য করেন তিনি। সাইফুর সাগরের সঞ্চালনায় ওই টকশোতে আরও উপস্থিত ছিলেন, সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল বীর প্রতীক হাসিনুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সরোয়ার হোসেন ও এনসিপি’র যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। জুলাই গণঅভ্যুত্থানে প্রধান উপদেষ্টার ভূমিকার কথা তুলে ধরে ব্যারিস্টার আবু...