মারা গেছেন বলিউডের জনপ্রিয় পার্শ্বচরিত্র অভিনেতা আশীষ ওয়ারঙ্গ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ৫৫ বছর বয়সে মারা যান এই অভিনেতা। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্বাধীন চলচ্চিত্রনির্মাতা অরীন পাল। তিনি সমাজমাধ্যমে লেখেন, “আশীষ ওয়ারঙ্গের মৃত্যুর খবরে আমি শোকস্তব্ধ। ওর সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছিল আমার। ওর আত্মার শান্তি কামনা করি।” ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার প্রয়াণের খবর নিশ্চিত করেন ভাই অভিজিৎ ওয়ারঙ্গ। হিন্দি ও মারাঠি ভাষার বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন আশীষ। তাকে শেষবার দেখা গিয়েছিল রোহিত শেঠির ‘সূর্যবংশী’ ছবিতে, যেখানে তার অভিনয় দর্শকের মনে বেশ ছাপ ফেলে। এছাড়াও মার্দানি, সিম্বা, সার্কাস এবং এক ভিলেন রিটার্নস-এর মতো জনপ্রিয় সিনেমাগুলিতে তার অভিনয় প্রশংসা পায়। বিশেষত পুলিশ অফিসারের চরিত্রে তার অভিনয় দর্শকদের কাছে ভীষণ প্রিয় হয়ে ওঠে এবং সেটি...